Welcome To Mytrickbd121.blogspot.com

Ridmik Keyboard এর অসাধারণ একটি ফিচার।

আসসালামু আলাইকুম।
আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন।
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

জকে আমি আপনাদের সামনে Redmik Keyboard এর একদম নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি, আমি মনে করি এ বিষয়টি সকলেরই জানা উচিত। আর সেটি হচ্ছে কীভাবে Redmik Keyboard এ আলাদা আলাদা অনেকগুলো লেখা কপি করে রাখা যায় এবং যেকোনো প্রয়োজনে ব্যবহার করা যায়

তাহলে চলুন শুরু করি


প্রথমেই বলে নিচ্ছি এ কাজটি করার জন্য আপনাদেরকে নিচের লিংক থেকে Redmik Keyboard ডাউনলোড করে নিতে হবে।( আর যদি অলরেডি এই এই ভার্সন ইন্সটল করা থাকে তাহলে নতুন করে ডাউনলোড করার প্রয়োজন নেই )


    App Name: Ridmik keyboard
    App Verson: 5.4.0
    App Size: 9.97MB

    Dawnload link


    বা Google থেকে Ridmik Keyboard Verson: 5.4.0 ডাউনলোড করে নিতে হবে।
    ইন্সটল করার পর নিচের স্কিনশট এর মতে কিবোর্ড সেটাপ করুন

  • প্রথমে Setup and get started এ ক্লিক করুন
  • তারপর Enable in Setting এ ক্লিক করুন
  • এবার Ridmik Keyboard টি অন করে দেন
  • এরপর Ok তে ক্লিক করুন
  • এবার Next Step এ ক্লিক করুন
  • Swich Input Mathod এ ক্লিক করুন
  • এবার Finish এ ক্লিক করুন

এ পর্যায়ে কীবোর্ড সেটাপ শেষ, এখন আেপনি কীবোর্ডেটি অনায়াসেই ব্যবহার করতে পারবেন।


এখন আসুন আমাদের মূল কাজে চলে যাই,মানে কীভাবে অনেকগুলো লেখা এই কীবোর্ড এ কপি করে রাখা যায়।

  • এজন্য যে লেখাটুকু কপি করে রাখব সেটুকু প্রথমে সিলেক্ট করতে হবে।
    • এরপর Save To Clipboard এ ক্লিক করলেই কপি হয়ে যাবে।
      এভাবে যতগুলো ইচ্ছা কপি করা যাবে।
    • এবার কপি করা লেখা দেকার জন্য চলে যেতে হবে কীবোর্ড এর বামপাশের “T” আাইকন এ
    • তারপর ক্লিপবোর্ড আইকন এ ক্লিক করলেই সবগুলো লেখা দেখা যাবে।

      এখন আপনার ইচ্ছামতো যেকোনো জায়গায় Paste করতে পারবেন/ব্যবহার করতে পারবেন।
      এমনকি আপনার ফোন যদি কোনো কারণে বন্ধ করেন তাহলেও লেখাগুলো মুছবে না।
      তাহলে আজ এ পর্যন্তই।
      আল্লাহ হাফেজ।
      বিঃদ্রঃ এটি Trickbd তে আমার ২য় পোষ্ট, যদি কোথাও লিখতে কোনো ভুল হয়ে থাকে থাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।

      যেকোনো প্রয়োজনে____
      ফেসবুক আইডি লিংকঃ-



  • The post Ridmik Keyboard এর অসাধারণ একটি ফিচার। appeared first on Trickbd.com.



    from Trickbd by ifttt

    Share This